sliderশিরোনামশীর্ষ সংবাদ

সাগরে বিধ্বস্ত বিমানের নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

পতাকা ডেস্ক: বুধবার সকালে কক্সবাজারের কাছে বাঁকখালী নদীর মোহনায় সাগরে বিধ্বস্ত বিমানটির নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা ৩-এ দাঁড়ালো। বিধ্বস্ত বিমানে থাকা ৪ জনের মধ্যে প্রথমে ২ জনকে উদ্ধার করা হয়েছিল। তাদের একজন মারা যান এবং আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোস্টগার্ড সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে ভাটার টানে পানি কমে গেলে বিমানটির ভেতর থেকে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার করা হয়। এরা হচ্ছেন পাইলট ইয়ানড্রি (৩৮) ও ইউক্রেনের মুসলিম বৈমানিক মুরাদ (৩৫)।মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে।
বুধবার সকালে‘ট্রু এভিয়েশন পরিবহনের’ এন-২৬ মডেলের একটি কার্গো বিমানটি বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শী জেলেরা কার্গোটি ডুবে যাওয়ার সময় ৪ জনের মধ্যে দুই জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া ফাস্ট ক্যাপ্টেন ইভিয়ান (৩৫) ও নেভিগেটর কুলতানভকে (৪০) কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার নেভিগেটর কুলতানভকে মৃত ঘোষণা করেন এবং ইভিয়ান হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তিনি মাথা এবং বাম পায়ে মারাত্মকভাবে জখম হন। তারা ৪ জনই ইউক্রেনের নাগরিক।

Related Articles

Leave a Reply

Back to top button