
আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালনা কিশোর, কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় রাজারহাট উপজেলার ৭ ইউনিয়নে ৭টি কিশোর কিশোরী ক্লাব পরিচালিত হচ্ছে। আজ আমি মো: আশিকুর রহমান লিমন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি, চাকিরপশার ও উমরমজিদ ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম দেখলাম প্রতি ক্লাবে আবৃত্তি চর্চা, সংগীত চর্চা, জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ ও ক্যারাটে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ক্লাবে সদস্যরা সপ্তাহে ২দিন শুক্রবার ও শনিবার ক্লাবে এসে বিকাল ৩-৫টা পর্যন্ত ২ ঘন্টা ক্লাবে ক্লাস করে। ক্লাব কার্যক্রম শেষে পুষ্টিকর নাস্তার ব্যবস্থা আছে। এসময় চাকিরপশার ইউনিয়নে সংগীত শিক্ষক জয়তী চক্রবর্তী ও উমরমজিদ ইউনিয়নে আবৃত্তি শিক্ষক মোঃ সরোয়ার হোসেন, জেন্ডার প্রোমোটার ইনামুল হক উপস্থিত ছিলেন। ক্লাবে শিক্ষার্থীর উপস্থিতি সন্তোষজনক। এ ধরনের কার্যক্রম পড়িচালিত হলে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন ও সাংস্কৃতিক কর্মকান্ডে দেশকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।