slider

সাংবাদিক রকিবুলের মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব এবং প্রতিদিনের সংবাদের সিংগাইর প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাসের মা হাসিনা বেগম (৭০) মৃত্যুবরণ করেছেন।
নিহত হাসিনা বেগম মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নয়াডাঙ্গী গ্রামের মৃত খলিলুর রহমান বিশ্বাসের স্ত্রী। তিনি ৩ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টার দিকে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল হাসিনা বেগম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অপারেশন করা হয়। অবশেষে অচেতন অবস্থায় আজ  সকালে শেষ নিঃশাস ত্যাগ করেন।

হাসিনা বেগমের মৃত্যুতে সিংগাইরের সকল পর্যায়ের সাংবাদিকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button