sliderস্থানীয়

সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানিকগঞ্জে বিপ্লবী মঞ্চের মানববন্ধন

মোমিনুর রহমান,মানিকগঞ্জে: পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসী কন্ঠ জনাব ড. মাহমুদুর রহমান মুক্তির দাবিতে আজ (৩০-০৯-২৪) সোমবার সকাল ১১ টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে বিপ্লবী মঞ্চ মানববন্ধন করে।

এসময় বক্তরা বলেন, তিনি স্বৈরশাসনের পুরো সময়টা জুড়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন। স্বৈরাচারের হাতে (আদালত প্রাঙ্গণে) রক্তাক্ত হয়েছেন। দেশ ত্যাগে বাধ্য হয়েছেন।

আশ্চর্য! আদালতকে সম্মান করে তিনি আদালতে হাজিরা দেয়ার পর বিচারক তাঁকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন। কোনভাবেই বিবেকবান মানুষ তা মেনে নিতে পারবে না। নিকৃষ্ট এই মামলায় তাঁকে নিঃশর্ত খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেয়ার জোর দাবি জানান।

মানববন্ধনে ঢাকা কলেজের ছাত্র আশিকুর রহমানের সভাপতিত্বে আরো যারা উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জর্জ কোর্টের আইনজিবী এ্যাড.শফিকুল ইসলাম (জসিম),এ্যাড.জামাল উদ্দিন,ছাত্র সুমন মোল্লা,আসাদুল্লাহ,আমিমুল এহ্সান,রাইয়ান বিন আলম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button