sliderজাতীয়শিরোনাম

সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ২১ ডিসেম্বর এক নীতিমালা জারি করে মোটরসাইকেল ব্যবহার করে খবর সংগ্রহে নিষেধাজ্ঞা দিয়েছিল ইসি। এরপর দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন, বুদ্ধিজীবীরা এর বিরোধীতা করেন। মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠকে সিদ্ধান্তটির তীব্র প্রতিবাদ জানান সাংবাদিক নেতৃবৃন্দ। ফলে বিষয়টি নিয়ে বুধবার আলোচনায় বসে নির্বাচন কমিশন। বৈঠকে ওই নিষেধাজ্ঞা থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় কমিশন।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।
তিনি বলেন, নিষেধাজ্ঞা তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কমিশনের কাছে বিষয়টি তোলা হয়েছে। এখন অনুমোদন হলেই নতুন আদেশ জারি করা হবে।
প্রসঙ্গত, নির্বাচনকালীন সময়ে যানবাহন চলাচলের ওপর নানাবিধ বিধিনিষেধ আরোপ করে ইসির জারি করা প্রজ্ঞাপনে ২৮ ডিসেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একইসঙ্গে এবারের নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভেঅটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button