sliderস্থানীয়

সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়ে সিংগাইরে প্রতিবাদ সভা

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: গত ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক দলের কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছেন মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ।
শুক্রবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় সিংগাইর প্রেসক্লাব কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: রকিবুল হাসান বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন- দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ, দৈনিক মানব জমিন প্রতিনিধি মোঃ আতাউর রহমান, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম তানভীর, দৈনিক সমকাল প্রতিনিধি মোহাম্মদ আলী রিপন ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোস্তাক আহমেদ । এ সময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ঝুঁকিমুক্ত পরিবেশে সংবাদ পরিবেশন করার পরিবেশ সৃষ্টির দাবিও জানান তারা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান বাদল, সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মো. হাবিবুর রহমান মোল্লা, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি মোঃ ইয়াকুব হোসেন ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button