সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : বুধবার হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে ২৪/২৬ তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ। তিনি প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এর আগে ট্রেইনার ছিলেন বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক জুলফিকার আলি মাণিক। ২৫ অক্টোবর ট্রেইনার ছিলেন চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুর জামান। তিনদিনের সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।প্রধান ট্রেইনার ছিলেন বাংলা ভিশন টেলিভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, পিআইবির ট্রেইনার ছিলেন মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি বৃন্দের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোসাঃ রেহানা বেগম, পৌর মেয়র এডভোকেট মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা।প্রশিক্ষণ অনুষ্ঠানে হোমনা ও তিতাসে কর্মরত ৩৬ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।