
সফটব্যাংক গ্রুপ করপোরেশন জানিয়েছে, বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নিমার্ণের জন্য সৌদি আরবকে অর্থ দেয়া হবে। ২০৩০ সালের মধ্যেই এই প্রকল্পে দুইশ গিগাওয়াটের সমপরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা হবে।
সফটব্যাংকের প্রধান নির্বাহী মাশায়সি নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, তারা প্রকল্পটিতে অর্থায়ন করতে চান। এজন্য প্রায় দুইশ বিলিয়ন ডলার তারা লগ্নি করবেন। প্রাথমিক অবস্থায় সাত দশমিক দুই গিগাওয়াট ধারণক্ষমতা থাকবে সৌরবিদ্যুৎ কেন্দ্রটির। পরে আরো পাঁচ বিলিয়ন অর্থায়ন করা হবে।