sliderঅপরাধশিরোনাম

সরকার পরিবর্তনের পর অনুপস্থিত ২ শতাধিক পুলিশ সদস্য

বাংলাদেশ পুলিশের ১৮৭ জন ১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে বলে জানা গেছে।

তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছে।

পুলিশ সদর দপ্তরের একটি বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

যারা অনুপস্থিত রয়েছেন তাদের মধ্যে ডিআইজি একজন, অতিরিক্ত ডিআইজি সাতজন, পুলিশ সুপার দু’জন, অতিরিক্ত পুলিশ সুপার একজন, সহকারী পুলিশ সুপার পাঁচজন, পুলিশ পরিদর্শক পাঁচ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই নয়জন, নায়েক সাতজন এবং কনস্টেবল ১৩৬ জন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ১৮৭ জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে অতিবাস ৯৬ জন, কর্মস্থলে গরহাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি ইস্তফা দিয়ে কর্মস্থলে অনুপস্থিত ০৩ জন এবং অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button