sliderউপমহাদেশশিরোনাম

সরকার চাইলে ইডেনে কোয়ারেন্টাইন কেন্দ্র: সৌরভ

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোয়ারেন্টাইনের জন্য প্রয়োজনে ইডেন গার্ডেন্সকে ব্যবহার করার প্রস্তাব দিলেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট।
করোনার জেরে ভারত জুড়ে এখন লকডাউন চলছে। ঘরবন্দি গোটা দেশ। বন্ধ খেলাধুলার সব ইভেন্ট। এই পরিস্থিতিতে চিকিৎসার প্রয়োজনে ইডেন গার্ডেন্স ব্যবহারের প্রস্তাব দিলেন সৌরভ।
তিনি বলেন, যদি সরকার চায়, তাহলে আমরা নিশ্চিতভাবে ইডেনকে ব্যবহার করতে দেব। এই মুহূর্তে যা যা কিছু প্রয়োজন, আমরা তা করব। এটা নিয়ে একেবারেই কোনও সমস্যা নেই।
এর আগে সোশ্যাল মিডিয়ায় কলকাতার ফাঁকা রাস্তাঘাটের ছবি পোস্ট করেছিলেন সৌরভ। তাতে লিখেছিলেন, আমার শহরকে এমনভাবে দেখার কথা কখনও ভাবিনি। স্টে সেফ। আমি নিশ্চিত, এই পরিস্থিতি বদলে সব ঠিকঠাক হয়ে যাবে দ্রুত।

Related Articles

Leave a Reply

Back to top button