
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, করোনা ভাইরাস এদেশে আগেই এসেছে। কিন্তু সরকার তাদের একটি অনুষ্ঠান সফল করার জন্য এটি গোপণ রেখেছিল। এ রোগটি বিশ্ব আজ মহামারী আকার ধারণ করেছে। অথচ সরকার প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়নি। করোনা ভাইরাসের মতো তারাও গায়ের জোরে ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে।
বৃহস্পতিবার ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবির পক্ষে গণসংযোগে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশারফ বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। করোনা ভাইরাস ছড়িয়ে পড়লেও তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি, লোকবল কিংবা প্রচার-প্রচারণা চালায়নি। আমরা জনগণকে সচেতন করছি। তাদের সঙ্গে নিয়ে এ ভাইরাস মোকাবিলায় ভূমিকা রাখবো।
নিজ দলের প্রার্থী শেখ রবিউল আলম রবিকে পরিচয় করিয়ে দিয়ে খন্দকার মোশারফ হোসেন বলেন, রবি ধানের শীষের প্রার্থী। দেশমাতা খালেদা জিয়ার মনোনীত প্রার্থী। ঢাকা-১০ আসনের জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। আপনারা তাকে ভোট দিবেন। ভোট দিয়ে এই ফ্যাসিবাদী সরকারকে বুঝিয়ে দেবেন আপনারা তাদের সঙ্গে নাই।
এসময় বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি ও দলের যুগ্ম-মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপি নেতা নবী উল্লাহ নবী ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।