
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার নতজানু সরকার। কক্সবাজারের ঘটনায় সরকার কোন কথা না বলে তা আবারো প্রমান করছে। বিদেশের ওপর নির্ভর করে ক্ষমতায় থাকছে তারা, তাই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলেও কথা বলার সৎ সাহস রাখেনা এ সরকার। এ ইস্যুতেই এই সরকারের পদত্যাগ করা উচিত।
রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কক্সবাজার বর্ডারে এবং সেন্টমার্টিনে সেনা মোতায়েন করা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, যেখানে মিয়ানমার থেকে গুলি আসছে অথচ কোন কথা বলছে না, একটা স্টেটমেন্ট দেয়ার সাহস তারা রাখছেনা। যখন আন্তর্জাতিক বিশে^র কাছে তাদের তুলে ধরা উচিৎ ছিল যে মিয়ানমার অন্যায় করছে তখনও তারা অজানা কারনে চুপ থাকছে। সেখানে সেনাবাহিনি মোতায়েন তো অনেক দূরের কথা।
বেনজির ইস্যুতে মির্জা আলমগীর বলেন, দেশের কিছু কুলাঙ্গার সন্তান থাকে যারা মনে করে আওয়ামীলীগকে সমর্থণ করে লুটপাট করে তারা টিকে থাকতে পারবে, আলটিমিটলি তারা তা পারেনি। আজিজ এবং বেনজির তার একটা বড় প্রমান। সরকারই তাদের বানিয়েছে, তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, আবার সরকারের নিজ স্বার্থেই তাদের বলির পাঠা বানিয়ে ছেড়ে দিয়েছে।
মির্জা আলমগীর আরো বলেন, সাধারণ মানুষের খুব খারাপ অবস্থা যাচ্ছে। পশুর বাজারে, হাটে কোন লোক নেই। ব্যাংক গুলো লুটপাট করে তারা শেষ করে দিয়েছে। কাগজে কলমে দেশ উন্নত আর দেশের মানুষের গড় আয় বেশি দেখালেও বাস্তবে তা উল্টো। দেশের সাধারণ মানুষের আজ কোরবানীর পশু কেনার টাকা নেই। সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে।
নিজেদের আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন বিএনপির আন্দোলন চলমান রয়েছে। সরকারের দমননীতির কারণে তা এখন স্থিমিত হলেও পরবর্তীতে আরো তীব্র ও বেগবান হবে।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, দফতর সম্পাদক মামুন অর রশিদ, পৌর সভাপতি শরিফুল ইসলাম, সদর থানা সভাপতি আব্দুল হামিদ, যুবদল সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, ছাত্রদল সভাপতি কায়েসসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।