slider

সরকারী সার আত্মসাত কাঠালিয়ার ইউপি চেয়ারম্যান কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি: সরকারী সার আত্মসাতের ঘটনায় ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলার আওড়াবুনিয়া ইউপি চেয়ারম্যান মিঠু সিকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার মামলার ধার্য তারিখে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে করা জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান রসুল।

প্রসঙ্গত, কাঠালিয়া উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের গোডাউন ও ইউনিয়ন যুবলীগ নেতার বাসা থেকে কৃষি প্রণোদনার ১৯ বস্তা সার ও বীজ জব্দের ঘটনায় ইউপি চেয়ারম্যান মিঠু সিকদারসহ তিনজনকে আসামী করে ৫ জুন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান বিন ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। এতে অন্য আসামীরা হলেন ইউপি সদস্য মো. হেলাল সিকদার ও আওরাবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দীপক হাওলাদার।

মামলার বিবরণে জানাগেছে, খরিপ মৌসুমে উফশী আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছরের এপ্রিল মাসে কৃষকদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলার ৩ হাজার ৭শ ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি পিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
আওরাবুনিয়া ইউনিয়নে ৬শ ২৫ জন কৃষকের জন্য বরাদ্দ হয়। কিন্তু বিতরণের দুই মাস পর গত ৪জুন দুপুরে আওরাবুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. হেলাল উদ্দিন অটো রিকশাযোগে পরিষদের গোডাউন থেকে সার ও বীজ গোপনে স্থানান্তর করছিলেন। স্থানীয় লোকজন তা দেখে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের গোডাউনে অভিযান চালিয়ে ৬ বস্তা ব্রী-ধান ৪৮ জব্দ করেন। সেই সূত্র ধরে পরে স্থানীয় সাতানী বাজারের যুবলীগ নেতা দীপক হাওলাদারের বাসা থেকে ৪৮ ও ৯৮ জাতের ৬ বস্তা ব্রী-ধান ও ৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button