sliderজাতীয়শিরোনাম

সরকারি হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ

করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব সরকারি হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন হাসপাতাল পরিচালকের কাছে পাঠান হয়েছে।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আমিনুল হাসান দেশ রূপান্তরকে বলেন, সংক্রমণ রোধ করতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। করোনা মারাত্মক সংক্রামক ব্যাধি। এ সময় দর্শনার্থীরা এলে সংক্রমণের মাত্রা বেড়ে যায় এবং দর্শনার্থী নিজেও সংক্রমিত হতে পারেন। তাই এই সিদ্ধান্ত।
এই পরিচালক আরো জানান, প্রত্যেক রোগীর সঙ্গে একজন করে অ্যাটেন্ডেন্ট থাকতে পারবেন। তবে দল বেঁধে দর্শনার্থীদের আসার অনুমতি দেওয়া হবে না। যত দিন না করোনা পরিস্থিতির উন্নতি হয়, তত দিন এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
তিনি বলেন, শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হলেও রবিবার থেকে দর্শনার্থীরা সরকারি হাসপাতালে প্রবেশ করতে পারবেন না। এ সিদ্ধান্ত দেশের সব সরকারি হাসপাতালের জন্য।

Related Articles

Leave a Reply

Back to top button