শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি: আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে মীমকে আদালতে পাঠানো হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পনের তথ্যানুসারে রংপুরের পীরগঞ্জ থানার ভেন্ডাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাম্প্রতিক গণঅভ্যুত্থানে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ছাত্রদের ওপর হামলা ও মারধরের ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর গণজাগরণের সময় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় মানিকগঞ্জের স্বেচ্ছাসেবক দলের পৌরসভা শাখার আহ্বায়ক মো: মুরাদ হোসেন বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ ও ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানউল্লাহ বলেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পনকে রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যানুসারে অভিযান চালিয়ে মীমকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর তাকে মানিকগঞ্জ থানায়
প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মীমকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে ।