sliderউপমহাদেশশিরোনাম

সম্রাট শাহজাহানের পুত্র দারাশিকোর কবর খুঁজতে মরিয়া বিজেপি

ভারতের বিজেপি সরকার মরিয়া হয়ে মুঘল সম্রাট শাহজাহানের ছেলে দারাশিকোর কবর খুঁজছে। ভারতবাসীর কাছে ‘সাচ্চা মুসলমান’ হিসেবে দারাশিকোকে পরিচয় করিয়ে দিতে চায় বিজেপি।
শাহজাহানের কবরের পাশেই মোগল শাসক পরিবারের ১৪০টি কবর আছে। সেখানের একটি কবরে শায়িত আছেন দারাশিকোও। কিন্তু সেই কবর আলাদা করে বের করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
দারাশিকো আরেক সম্রাট আওরঙ্গজেবের ভাই। ভগবৎ গীতার ফারসি অনুবাদ করেন তিনি। এ ছাড়া ৫২ উপনিষদেরও অনুবাদ করেছেন দারাশিকো।
এনডিটিভি জানায়, ভারতীয় সংস্কৃতি ও ধর্ম প্রিয় এই মোগল ব্যক্তিত্বকে ‘সাচ্চা মুসলমান’ প্রমাণ করতে চায় মোদি সরকার। এর জন্য সাত সদস্যের এক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। এই কমিটি তিন মাসের মধ্যে দারাশিকোর কবর অনুসন্ধান করবে।
তবে দারাশিকোর কবর খুঁজে বের করা সহজ হবে না বলে মনে করছেন অনেকে। কারণ কবরস্থানটিতে এমন কবরের সংখ্যাই বেশি যেখানে কোনো নাম লেখা নেই।
ভাই আওরঙ্গজেবের কাছে হেরে যাওয়ার পরে দারাশিকোর মাথা কেটে আগ্রায় পাঠানো হয়। দেহের বাকি অংশটা সম্রাট হ‌ুমায়ূনের কবরের আশেপাশেই কোথাও কবর দেওয়া হয়েছে, যেটির কোনো চিহ্ন নেই।
পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত পুরাতত্ত্ববিদ কে কে মোহাম্মাদ জানান, দারাশিকোর কবরের সন্ধান করা একটু মুশকিলই। কিন্তু প্রায় ১৬৫২ সালের কাছাকাছি স্থাপত্য শৈলীর ভিত্তিতে একটি ছোট কবর চিহ্নিত হয়েছে। তবে কবরের গায়ে কিছুই লেখা নেই তাই এটাই সেই কবর কি না বলা মুশকিল।
প্রসঙ্গত, ১৬৫৯ সালের ৩০ আগস্ট দারাশিকোর মৃত্যু হয়। চার পুত্রের মধ্যে দারাশিকো ছিলেন সম্রাট শাহজাহানের অন্যতম পছন্দের পাত্র। মানবিক ও উদারবাদী চিন্তাচর্চায় সুনাম কুড়ান দারাশিকো।
শাহজাহানের মৃত্যুর পরে চার ভাইয়ের মধ্যে সিংহাসনের লড়াইয়ে আওরঙ্গজেবের কাছে হেরে যান দারাশিকো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button