sliderস্থানীয়

সম্পত্তি লিখিয়ে নিতে পিতাকে ৮ দিন তালাবদ্ধ করে রাখে কন্যা সন্তানেরা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে একজন বীর মুক্তিযোদ্ধাকে তার নিজ কন্যা সন্তানেরা ৮ দিন ধরে একটি কক্ষে তালাবদ্ধ করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে তাকে উদ্ধার করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় তার সাথে ছিলেন। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদার ওই এলাকার বাসিন্দা।

মোশাররফ হোসেন তালুকদার জানান,“আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি মেয়েদের অনুমতিতে দ্বিতীয় বিয়ে করি। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নলছিটিতে ভাড়া থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়ের বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয়। জোর করে জায়গা জমি দলিল করিয়ে নিতে চেয়েছিল তারা। পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনও স্যারকে জানায়। তিনি এসে আমাকে উদ্ধার করেন।”
এ বিষয়ে মোশাররফ হোসেনের মেয়ে রেবা আক্তার ও লাকি আক্তার জানান, তিনি আমাদের জন্মদাতা পিতা হলেও আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছেন। তাই তাকে আটকে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,নজরুল ইসলাম বলেন,“মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকে রাখা হয়েছে। পরে তাকে উদ্ধার করা হয়। ওই বীর মুক্তিযোদ্ধাকে বলা হয়েছে তার মেয়েরা যেন বঞ্চিত না হয়।”

Related Articles

Leave a Reply

Back to top button