sliderস্থানীয়

সমাজসেবা দিবসে ঠাকুরগাঁওয়ে মাঠ পরিষ্কারে জেলা প্রশাসক

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: “নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা সেবা ও জনকল্যাণ মূলক কর্মসূচীর মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

জেলা সমাজসেবা অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় বৃহস্পতিবার সকালে দিবসটির শুরুতেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ পরিষ্কারে নামেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

মাঠ পরিষ্কারে জেলা প্রশাসকের সাথে এসময় উপস্থিত থেকে সহযোগীতা করেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সঞ্চালনায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button