sliderআন্তর্জাতিক সংবাদ

সমর্থকদের ঘরে থাকতে ইংলাকের আহবান

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা শুক্রবার রায় ঘোষণার দিন দেশটির শীর্ষ আদালতের বাইরে সমবেত না হতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
খবরে বলা হয়, এ মামলায় ইংলাক দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ ১০ বছরের সাজা ভোগ করতে হতে পারে। এছাড়া সামরিক সরকার প্রণীত নতুন খসড়া সংবিধানের আওতায় তিনি আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হতে পারেন। উল্লেখ্য, ২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানে থাইল্যান্ডের প্রথম নারী এই প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হয়।
রায় ঘোষণার দিনে ব্যাংককের উচ্চ আদালতের সামনে ইংলাকের হাজার হাজার সমর্থক জড়ো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে পুলিশের সাথে তাদের সংঘর্ষের আশংকা করা হচ্ছে। জান্তা সরকার জানায়, ইংলাকের মামলার রায়ের দিন আদালত চত্বরে চার হাজারের বেশী পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হবে। এদিন সেখানে যেকোনো ধরনের গণ সমাবেশের ব্যাপারে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার ফেসবুকে দেয়া এক বার্তায় ইংলাক মামলার রায় ঘোষণার দিন তার সমর্থকদের ঘরে অবস্থান করতে বলেছেন। এএফপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button