sliderস্থানীয়

সভাপতি শহিদ সম্পাদক মুইদ স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের সফল সম্মেলন

মো. নজরুল ইসলাম, স্বরূপকাঠি প্রতিনিধি : সৈয়দ শহিদুল আহসানকে সভাপতি এসএম মুইদুল ইসলামকে সম্পাদক করে স্বরূপকাঠি উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। একটি সফল সম্মেলনের মধ্য দিয়ে রাত ৮টায় ৭১ সদস্যের উপজেলা কমিটির ৪৯ জনের নাম ঘোষনা করা হয়। জেলা নেতাদের নিয়ে কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি বিভাগের দায়ীত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য আনিচুর রহমান, গোলাম রব্বানী চিনু। সর্বশেষ ১৯৯৭ সালে আওয়ামীলীগের সম্মেলনের গঠিত কমিটি দীর্ঘদিন বলবত ছিল। সম্মেলনের মধ্য দিয়ে এর অবসান হল। শনিবার সকালে বেশ ভাল আবহাওয়া বিরাজ করছিল। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা সমবেত হতে থাকে এক পর্যায়ে সরকারী স্বরূপকাঠি কলেজ মাঠে নির্মিত প্যান্ডেলের সব আসন পরিপুর্ন হয়ে পাশে অবশিষ্ট মাঠও নেতা
কর্মীসমর্থকদের উপস্থিতিতে পরিপুর্ন হয়ে যায়। হঠাৎ করে মেঘের ঘনঘটা। বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সম্মেলন স্থলে এসে পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করে মঞ্চে ওঠতে না ওঠতেই শুরু হয় ঝড়ো হাওয়ার সাথে মুসলধারে বৃষ্টি। বৃষ্টিতে একদিকে নেতাকর্মীদের ছুটো ছুটি অপর দিয়ে বিভিন্ন নেতার সমর্থনে কর্মী সমর্থকদের স্লোগানের মুখরিত গোটা ক্যাম্পস। এক পর্যায়ে প্যান্ডেলের বেশিরভাগ সামিয়ানা উড়িয়ে নিয়ে যায়। এরই মধ্যে শুরু হয় সম্মেলনের কার্যক্রম। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর

dav

মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল। উদ্বোধনী বক্তৃতায় বলেন, আমরা দল করি দেশের মানুষের কল্যানে। সুতরাং মানুষের কল্যানে নিজকে উৎসর্গ করতে
নেতাকর্মীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের বক্তৃতার মধ্য দিয়ে স্থানীয় নেতৃবৃন্দের বক্তৃতা শেষ হলে সম্মেলনের প্রধান বক্তা জেলা আওয়ামীলীগের সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম বক্তব্য রাখেন। এরপর প্রধান অতিথি, মন্ত্রী ও বিশেষ অতিথিগন বক্তৃতা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বলেন,সংগঠনকে গতিশীল করতে ঐক্যের কোন বিকল্প নেই। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি প্রমান করে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ সংগঠন। তাই আসুন জাতির জনকের নৌকা, শেখ হাসিনার নৌকার যয়যাত্রাকে অক্ষুন্ন রাখতে সাম্প্রদায়কি সম্প্রীতি রক্ষা করে সত্যিকারের মুজিব সৈনিকের ভূমিকা পালন করি।
বিশেষ অতিথি বিভাগের দায়ীত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, আমাদের আত্ম উপলব্ধির বিষয় আমরা কোথায় ছিলাম, কোথায় আছি এবং কোথায় যাব। আমাদের লক্ষ্য স্থির করতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে।আমাদের একটাই বক্তব্য আমরা শেখ হাসিনার অনুসারী।
বিশেষ অতিথি মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেন, আমরা মুজিব আদর্শের সৈনিক। আওয়ামীলীগ একটা অনুভূতির যায়গা। এখানে
কাউকে উদ্বুদ্ধ করার প্রয়োজন পড়েনা। সকলেই জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার অনুসারী। আমাদের প্রমান করতে হবে আমরা দেশকে কতটা ভালবাসি, শেখ হাসিনাকে কতটা ভাল বাসি। আমাদের লক্ষ্য থাকতে হবে আমরা শেখ হাসিনার হাতকে কতটা শক্তিশালী করতে পারি। অসুন আমরা সকলে মিলে মিশে শেখ হাসিনার ভিশন সফল করি।

Related Articles

Leave a Reply

Back to top button