সব নাগরিকের জন্য বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করবে যুক্তরাষ্ট্র
কোভিড-১৯ এর ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে সব আমেরিকান নাগরিকের জন্য বিনামূল্যে বিতরণ নিশ্চিত করা হবে। কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা বলেন। তারা জোর দিয়ে বলেন, করোনার ঝুঁকি থেকে নিরাপত্তার ব্যাপারে এর চেয়ে কোন সহজ ব্যবস্থা থাকবে না।
স্বাস্থ্য বিভাগের সিনিয়র কর্মকর্তা পল ম্যনগো সাংবাদিকদের বলেন, ‘আমরা একেবারেই কঠোর তদারকি হ্রাস করতে পারবো না ,আমরা বিষয়টি মূল্যায়ন করবো এবং আশা করি ভ্যাকসিন অনুমোদিত হবে।’
যুক্তরাষ্ট্র ৬টি ভ্যাকসিন প্রকল্পে ১০ বিলিয়ন ডলারের বেশী বিনিয়োগ করেছে এবং ক্লিনিক্যাল টেস্টে অনুমোদিত হলে শতশত মিলিয়ন ডোজ যুক্তরাষ্ট্রকে সরবরাহের জন্য আগাম চুক্তি সম্পন্ন করেছে।
নাগরিকদের ভ্যাকসিন ডোজের ব্যয় সরকার বহন করবে। ডাক্তার অথবা ক্লিনিকগুলোর ব্যয় সরকার পরিশোধ করবে, তবে এই ব্যয় বেশীরভাগই নাগরিকদের সরকারি ও বেসরকারি বীমা প্রতিষ্ঠান থেকে আসবে।
ম্যানগো বলেন, বেশীর ভাগ বীমা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের এই ব্যয় বহনে সম্মত হয়েছে। তিনি বলেন, জানুয়ারি ২০২১ নাগাদ আমরা কয়েক’শ মিলিয়ন ডোজ সরবরাহে সক্ষম হবো। বাসস