sliderস্থানীয়

সনাতন ধর্মালম্বীদের শ্রাবণ শাংক্রান্তীতে মনসাদেবীর পূজা অনুষ্ঠিত

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার ১১টি উপজেলাসহ সারাদেশে আজ শুক্রবার শ্রাবণ মাসের শেষে শংক্রান্তীতে সনাতনী ধর্মালম্বীদের প্রতিটা বাড়িতে শ্রীশ্রী মনসা দেবীর পূজা শুর হয়েছে সকাল ৮ টা সময় থেকে রাত্রী ১০ পর্যন্ত এই মা মনসা পদ্দাদেবী পূজা করা হয়ে থাকে। জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ানে চৌমাশিয়া সরকার পাড়া গ্রামের শ্রীশ্রী মনসা দেবী মন্দিরে পদ্দাদেবী পূজার আয়োজন করা হয় এতে কলার ডাগুরের ভেলা তৈরি করে তাতে মনসার মন্ডুস সাজিয়ে এক থোকা কলা পাঁচ প্রকার মিষ্টি পাঁচ প্রকার ফল আতপ চাল চিনি বাদাসা নৈবেদ্য সাজিয়ে ঔল কচু মান পাট শাপলা ফুল বেলপাত তুলসীপাতা ধান দুব্বা দুধ কলাসহ পুরোহিত দিয়ে এই মায়ের পূজা করা হয়। মায়ের ভক্তরা উপবাস করে মায়ের কাছে দেশের দশের মানুষের ভালোরাখার জন্য প্রার্থনা জানায়। প্রতিবছরের নাই আজ ভীমপুর ইউনিয়ানের লক্ষীপুর গ্রামে ঐতিহাসিক মনসা পদ্দার সাজানো গান আজ শুক্রবার ও শনিবার দুই দিন হবে। এবং এই মনসা দেবীপূজার কাহিনি নিয়ে অবলম্বন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button