slider

সড়ক সংস্কারের দাবিতে নলছিটিতে গাড়ী চালক ও স্থানীয়দের সড়ক অবরোধ

মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছে গাড়ী চালক ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১০এপ্রিল) বেলা ১১টায় নলছিটি পৌরসভাধীন খোজাখালি নামক স্থানে বিক্ষুদ্ধ এলাকাবাসী ও গাড়ী চালকরা নলছিটি দপদপিয়া সড়ক অবরোধ করে রাখে। ঘন্টাব্যাপী সড়ক অবরোধের কারনে সড়কের দুই দিকে যানবাহন আটকা পরে সড়কে যানজটের সৃষ্টি হয়। এসময় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মো. মজিবর রহমান, সাবেক পৌর কাউন্সিলর নুরুন্নাহার আক্তার, স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন মৃধা, মিজানুর রহমানসহ সড়কে চলাচলাকারী বিভিন্ন যানবাহনের চালকবৃন্দ। বক্তারা বলেন, নলছিটি পৌর এলাকার বিভিন্ন সড়কগুলো চলাচলের অনুপোযোগী। খোজাখালি থেকে পোলেরহাট ১৬’শ ৫০মিটার সড়কের কাজ মাত্র ৩’শ মিটার করে ফেলে রাখা হয়েছে। এতে ভোগান্তি আরও বৃদ্ধি পেয়েছে। একজন রোগীকে হাসপাতালে নেয়া যে সড়ক দিয়ে সম্ভব নয় সেই সড়ক থাকার চেয়ে না থাকা ভালো। কোন যানবাহন এই সড়কগুলোতে যেতে চায় না। তাদের গাড়ী এসব সড়কে চলাচল করলে গাড়ীর যন্ত্রাংশে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সড়কে যে পরিমান ধুলা উড়ে তাতে আশেপাশের বাসিন্দাদের ঘড়বাড়ি ধূলার রাজ্যে পরিনত হয়েছে। এরই সাথে মানুষজন বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। আমরা যে কোন মূল্যে এই সড়ক অতিদ্রæত সংস্কার হোক সেটা চাই। তাই আজকে স্থানীয় বাসিন্দাসহ সড়কে চলাচলকারী বিভিন্নি যানবাহনের চালকরাও অবরোধে শরিক হয়েছেন। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, সড়ক অবরোধের খবর পেয়ে নলছিটি থানা থেকে পুলিশ গিয়ে অবরোধকারীদের সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছেন। বর্তমানে নলছিটি দপদয়িা সড়কে যান চলাচলা স্বাভাবিক আছে। এরপর এলাকাবাসী নলছিটি পৌর প্রকৌশলী বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন, এসময় তিনি উপস্থিত না থাকায় পৌরসভার কর আদায়কারী গোলাম মোস্তফা তার পক্ষে স্বারকলিপি গ্রহন করেন। এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নজরুল ইসলাম জানান, যে সড়কগুলোর সংস্কার কাজ ফেলে রাখা হয়েছে সেগুলোর কাজ দ্রæত সময়ে শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। এছাড়া যে সব সড়ক সংস্কার প্রয়োজন পর্যায়ক্রমে সবগুলো সংস্কার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button