রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কটিয়াদী উপজেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুল ওয়াছেক চুন্নু (৭৬) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ মার্চ শুক্রবার ভোররাতে মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দিনই শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ সাংসদ এডভোকেট সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজল, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডাক্তার মোস্তাকুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মইনুজ্জামান অপু সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
উল্লেখযোগ্য যে চুন্নু মিয়া গত ১ মার্চ শুক্রবার ফজরের নামাজের পর রাস্তায় হাঁটার সময় কলেজ রোডের সন্নিকটে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থা খুবই গুরুত্ব থাকায় ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় ২২ মার্চ শুক্রবার ভোররাতে মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকার সুখের ছায়া নেমে আসে।