sliderস্থানীয়

সড়কের কাজ না করে পালালেন ঠিকাদার, জনদুর্ভোগ চরমে

মানিকগঞ্জ প্রতিনিধি: গত বছরের ১৩ মার্চ কাজ শুরু করে। সেই কাজের সময় শেষ হয়েছে ৩১ মে। আংশিক কাজ করার পর খোঁজ মিলছে না ঠিকাদারের। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গাঢাকা দেওয়ায় সড়কের উন্নয়ন কাজ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।

মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়ক বাঠইমুড়ি বাজার ভায়া বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ সড়ক ২০২৩-২৪ অর্থবছরে ৪৮৫০ মিটার রাস্তা সিসি দ্বারা উন্নয়নের জন্য ৫ কোটি ৫০ লাখ ৯৮ হাজার ২৫৭ টাকায় চুক্তি হয় এপেক্স এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে। জানা যায়, ঘিওর উপজেলার পরিষদে যাতায়াতের জন্য হরিরামপুর উপজেলা, ঘিওর উপজেলার দুটি ইউনিয়ন ও প্রায় ৩০টি গ্রামের মানুষের সবচেয়ে সহজ মাধ্যম বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ সড়কটি। দীর্ঘদিন কাঁচা সড়ক থাকার পর ২০২৩-২৪ অর্থবছরে সিসি দ্বারা উন্নয়নের চুক্তি হয় ‘এপেক্স এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে।

প্রতিষ্ঠানটি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের।
তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে অর্থবছরের শেষ সময়ে এসে রাস্তার কাজ ধরেন। রাস্তা খোঁড়া শুরু করে একটি বিল উত্তোলন করে রাস্তার পাশে থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে খোয়া বিছানোর কাজ শুরু করেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরই গাঢাকা দেন সুলতানুল আজম খান।
এতে রাস্তা খোঁড়া ও বালু থাকার কারণে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় সবচেয়ে বেশি কৃষিপণ্য উৎপাদিত হয় এ অঞ্চলে। গুরুত্বপূর্ণ সড়কটি বেহাল থাকায় কৃষকরা তাদের ফসল দেশের বিভিন্ন হাটবাজারে সময়মতো পাঠাতে পারছেন না। বেড়েছে পরিবহন খরচ।

ঠিকাদারি প্রতিষ্ঠান এপেক্স এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুলতানুল আজম খান আপেল আত্মগোপনে থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে ঘিওর উপজেলা প্রকৌশলী মো. শাহেনুজ্জামান বলেন, কাজের মেয়াদ শেষ হওয়ার পর সময় বাড়ানো হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকদের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, আগামী এক দু-দিনের মধ্যে কাজ শুরু করবেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button