
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী,মহিয়সী নারী “শেখ ফজিলাতুন্নেছা মুজিব”এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল এর সখীপুর শহর ছাত্রলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৮ আগষ্ট)মঙ্গলবার টাঙ্গাইলে সখীপুর শহর ছাত্র লীগ এর উদ্যোগে এ জন্মবার্ষিকীতে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।
এসময় আলোচনাসভা,দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় ম্যাপ আঞ্চলিক কমিটির সভাপতি ও পুনরায় নির্বাচিত জেলা আওয়ামী লীগের সদস্য এবং টাঙ্গাইল জেলা মেয়র এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার নগর পিতা তিন বারের সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর শহর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী,সখীপুর উপজেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ রহিজ উদ্দীন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,শহর ছাত্রলীগের সভাপতি রেজভী সিকদার শান্ত।