
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৮ অক্টোবর (শনিবার) বিকেলে হামিদপুর চৌরাস্তা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় কাকড়াজান ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোঃ দেলোয়ার মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে সামীম আল মামুন এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক।
অনুষ্ঠান উদ্ভোদন ঘোষণা করেন,সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব সবুর মেম্বার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,সখীপুর পৌর সভার সাবেক মেয়র মোঃ সানোয়ার হোসেন সজীব।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এ. টি. এম সালেক হিটলু, কেন্দ্রীয় যুব আন্দোলন কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উপদেষ্টা মোঃ বিল্লাল হোসেন মাস্টার,মোঃ আশিক জাহাঙ্গীর সদস্য, কৃষক শ্রমিক জনতা লীগ,মোঃ আমির হোসেন সদস্য কৃষক শ্রমিক জনতা লীগ,মোঃ দুলাল হোসেন মাস্টার সদস্য কৃষক শ্রমিক জনতা লীগ,মোঃ আলমগীর সিদ্দিকী সদস্য কৃষক শ্রমিক জনতা লীগ,মোঃ সানোয়ার হোসেন মাস্টার সদস্য কৃষক শ্রমিক জনতা লীগ,শ্রী ডাঃ আশিষ কুমার বর্মন সদস্য কৃষক শ্রমিক জনতা লীগ, শাহজালাল মেম্বার,বাবুল মেম্বার,আঃ মালেক, হারুন, শহীদ, ইমরুল হাসানসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী প্রমুখ।
নেতারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গামছা প্রতীক এ ভোট প্রার্থনা করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর জন্য দোয়া চান এবং ত্রিবার্ষিক সম্মেলনে দেলোয়ার হোসেন মাস্টার কে পূনরায় সভাপতি ও শাহজালাল মেম্বার কে সাধারণ সম্পাদক করে কৃষক শ্রমিক জনতা লীগের কাকড়াজান ইউনিয়নে নতুন কমিটি ঘোষণা করা হয়।