
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের সুরীরচালা গ্রামের ঝরিনা বেগম (৪২) হত্যা মামলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রুহুল আমিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি ঝরিনা বেগমের দেবর সালাম মিয়াসহ ছয়জন এখনো পলাতক।
শনিবার রাতে উপজেলার শুরীরচালা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রুহুল আমিন সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি কাঁকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, শুক্রবার সকালে দেবর সালাম মিয়ার সাথে ঝরিনা বেগম তুচ্ছ বিষয় কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সালাম মিয়ার একটি কাঠ দিয়ে ঝরিনার মাথায় আঘাত করলে তিনি আহত হন। স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ঝরিনা বেগমের মেয়ে স্বপ্না আক্তার সালাম মিয়াকে প্রধান আসামি করে সাত জনের বিরুদ্ধে সখীপুর থানায় হত্যা মামলা করেন। গ্রেফতার রুহুল আমিনকে মামলায় ইন্ধনদাতা হিসেবে আসামি করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, রুহুল আমিনকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে রোববার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।