sliderস্থানীয়

সখীপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে সিয়াম হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম ওই এলাকার সৌদি প্রবাসী ফরহাদ হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতের বেলায় থাকার ঘরে খাটের উপর খেলাধুলা করছিল সিয়াম। খেলাধুলা শেষে খাট থেকে নামার সময় ঘরের মেঝেতে থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে চিকিৎসার জন্য সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সাপের ভ্যাকসিন না থাকায় সিয়ামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ মিয়া বলেন, প্রবাসী বাবার একমাত্র ছেলে সিয়াম। সে স্থানীয় একটি কওমী মাদ্রাসার ছাত্র ছিল। সাপের কামড়ে সে মারা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button