সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সখীপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নির্বিঘ্ন পূজা উদযাপনের জন্য আজ রোববার বিকেলে থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অপস) মো.শরফুদ্দীন। এসময় আরও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, দুলাল হোসেন, আনসার আলী আসিফ, নূরে আলম মুক্তা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, ইউপি চেয়ারম্যান জামাল হোসেন, শাহজাহান খান রবিন, হুমায়ুন কবীর, মজিবর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ কর্মকার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার প্রমুখ।
এ মতবিনিময় সভায় উপজেলার ৩৭টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।