সখীপুরে বড়চওনা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর)বিদ্যালয় ক্যাম্পাসে ১০ টা ৩০ মিনিটে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বিদ্যালয় পরিচলনা পর্ষদ এর সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ আনোয়ার তালুকদার,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক খান মোহাম্মদ সেলিম, বড়চওনা কুতুবপুর কলেজ এর অধ্যক্ষ আঃ রউফ,বীর মুক্তিযোদ্ধা সাবেক শিক্ষক মাজহারুল ইসলাম,সাবেক বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,সাবেক শিক্ষক আতিকুর রহমান সমির,নরুল ইসলাম তালুকদার বণিক সভাপতি,মোঃ আমানুল্লাহ সাবেক ম্যানেজিং কমিটির সদস্য,গিয়াস উদ্দিন,সদস্য মোঃ শাহআলম,আব্দুল্লাহ,রিপন খান,শফিকুল ইসলাম, আজহারুল ইসলাম,আব্দুর রউফ,মহিলা অভিভাবক সদস্য পারুল,শিক্ষক সদস্য আব্দুল আউয়াল, তাহমিনা শিল্পী, আজিবর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শকুর মাহমুদ,মোরশেদ আলম,আঃগণি,মির্জা আনোয়ার হোসেন, নুপুর বিশ্বাস, শাহনাজ পারভিন, সালেহা আক্তার,রেজাউল করিম,(খন্ড কালিন)স্বপ্না আক্তার, আমিনুল ইসলাম, কানিজ ফাতেমা, অফিস সহকারী আবু সাঈদ ও চতুর্থ শ্রেণির কর্মচারী কায়েম উদ্দিন, মারফত আলীসহ প্রায়
৫৫০ জনের অধিক ছাত্র ছাত্রী এবং তিন শতাধিক অভিভাবক গণ উপস্থিত ছিলেন।
সভাপতি জেলা পরিষদ সদস্য আনোয়ার তালুকদার বলেন,ইতিমধ্যে কমিটির বয়স ৭ মাসে স্কুলে ওয়াসরুমের কাজ করা হয়েছে ৪ লক্ষ টাকার,নতুন ব্রেন্চ দেওয়া হয়েছে ৪২ টি,অফিস কক্ষের সংস্কারসহ জেলা পরিষদের অনুদানে ৪ তলা ভবনের কাজ প্রায় শেষের দিকে রয়েছে।এবং নতুন ৪ তলা ভবনের টেন্ডার হয়েছে ও স্কুল বাউন্ডারির জন্য ২০ লক্ষ টাকার বাজেট রয়েছে আশা করি, আগামী ১ মাসের মধ্যে বাউন্ডারির কাজ সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ।
অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়,অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মান অনেক উন্নয়ন হয়েছে,এবার এসএসসি পাশের হার ৯৮% এবং সখীপুর উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অত্র প্রতিষ্ঠান।
এদিকে কিছু শিক্ষার্থীরা কমিউপিটার শিক্ষকের কিছু দুর্বলতা রয়েছে বলে জানায় তারা।এবং সাবেক অভিভাবক সদস্য আমানুল্লাহ জানান পূর্বের কমিটির কাছে প্রতিষ্ঠানে(১৫ বছরে স্কুল মার্কেট থেকে ভাড়া আসছে প্রায় ৩৪ লক্ষ টাকা,
কিন্তু সেই টাকা দিয়ে কি করছে স্কুল কর্তৃপক্ষ?)
সমাবেশে সমাপনী বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লাল মিয়া অভিভাবক ও ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে গঠনমূলক আলোচনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।