sliderস্থানীয়

সখীপুরে বাংলা নববর্ষ উদযাপন

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায়, প্রতিপাদ্য বিষয় “বৈশাখ মানে,নতুন বছরে নতুন গাওয়া গান…
বৈশাখ মানে,জাগিয়ে তোলা নতুন এক প্রাণ “এই স্লোগানকে ধারণ করে উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল এর নেতৃত্বে বাংলা নববর্ষ ১৪৩১বঙ্গাব্দে পান্তা ইলিশ খাওয়া ও মঙ্গল শোভাযাত্রা শেষে বর্ণাঢ্য র‍্যালি নিয়ে গড়বাড়ী বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।
এসময় কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল,সচিব আককাছ আহমেদসহ ইউপি সদস্যগণ ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান দুলাল হোসেন বলেন,ঈদ ও বাংলা নববর্ষ কাছাকাছি সময়ে হওয়ায় উপজেলাবাসীর মধ্যে বাড়তি আনন্দ যোগ হয়েছে।
কাকড়াজান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনিয়ন বাসীসহ সর্বস্তরের জনসাধারণকে নববর্ষের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Related Articles

Leave a Reply

Back to top button