sliderস্থানীয়

সখীপুরে বন মামলায় জামায়াত নেতা মনির গ্রেপ্তার

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বনের জমি দখলের অভিযোগে জামায়াত নেতা মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ। সোমবার সন্ধ্যা ছয়টায় সখীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি উপজেলার নলুয়া গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেন খানের ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও শিবিরের সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয় বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং-১৪০২ এ অবৈধভাবে সরকারী সংরক্ষিত বনে প্রবেশ করে অবৈধভাবে গজারী কপিচ কর্তন, ঘর নির্মাণ ও বনভূমি জবর দখল করায় জামায়াত নেতা মনির বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়।

স্থানীয় বন কর্মকর্তা (বিট অফিসার) এ.কে.এম সাফেরুজ্জামান মুঠোফোনে বলেন, নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং-১৪০২ এ প্রায় ৪০০ শতাংশ বনভূমি বেদখল হয়েছে। পর্যায়ক্রমে দখলদারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে এবং বনের জন্য উদ্ধার করা হবে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জামায়াত নেতা মনিরুজ্জামান মনিরের গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেন।

Related Articles

Leave a Reply

Back to top button