
খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ভূয়াইদ বণিক বহুমুখী সমবায় সমিতির টাকা আত্মসাতের অভিযোগে সভাপতি সম্পাদকসহ চার জনের বিচার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী সদস্যরা।
বুধবার সকাল ১১টায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভূয়াইদ এলাকায় এ মানববন্ধন হয়। বণিক বহুমুখী সমবায় সমিতির টাকা আত্মসাতের অভিযুক্তরা হলেন সভাপতি আরেক সিকদার, সহ-সভাপতি ও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি বিল্লাল হোসেন, সম্পাদক শ্যামল বর্মণ ও অর্থ সম্পাদক মো.আবু সাঈদ।
ভুক্তভোগী সদস্য বক্তব্যে বলেন, অডিট কমিটির প্রতিবেদনে অভিযুক্ত চার জনের বিরুদ্ধে ৮লাখ ১৬ হাজার টাকা আত্মসাতের প্রমান পাওয়া গেছে। এই টাকা তারা আত্মসাত করার পরো সদস্যেদের বিভিন্ন হয়রানি করতেছে। কাউকে হত্যার হুমকি দিয়ে আসছে। আমরা টাকা আত্মসাতকারিদের কঠিন বিচার চাই।
মানববন্ধনে শামছুল হকের সভাপতিত্বে টাকা আত্মসাতের অভিযোগে বিচার দাবিতে বক্তব্য রাখেন, সদস্য গফুর মিয়া, রফিকুল ইসলাম, সোনা মিয়া,তুলা মিয়া,হেলাল সরকার, শাহ আলম প্রমুখ।