খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে নারী, শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকেল ৪ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সখীপুর প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক মোঃ রতন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। এছাড়াও বক্তব্য দেন থানার ওসি (তদন্ত) মোঃ সালাউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, প্রশিকার নারী উন্নয়ন ও ক্ষমতায়ন কর্মসূচির সহকারী পরিচালক আব্দুস সালাম, ব্যবস্থাপক আনজুমান স্বপ্না, সাংবাদিক আমিনুল ইসলাম, পৌরসভার মহিলা কাউন্সিলর পারুল আক্তার, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।