
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে নিখোঁজের ১ দিন পর ছোট চওনা (হাজির পল্টন পাড়) এলাকায় আলমিনা আক্তার (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ।
১৩ আগষ্ট (রবিবার) সন্ধ্যায় কাকড়াজানে ৬ নং ওয়ার্ডের ছোট চওনা (হাজীর পল্টন পাড়) এলাকায় স্থানীয় ব্যক্তি মোক্তার আলীর মুরগির লেয়ার সংলগ্ন কলা গাছের চিপাতে নিহত কিশোরী আলমিনা(১৪) এর লাশ পাওয়া যায়।
জানা যায়,সে ঐ গ্রামের আঃ আজিজ ওরুফে(টেপু) মিয়ার নাতনি এবং একই গ্রামের মোঃ আলহাজ মিয়া(৩০) এর মেয়ে নিহত আলমিনা আক্তার(১৪)।
এ ঘটনায় কিশোরীর দাদা আঃ আজিজ বলেন,”গতকাল রাতেও তার সাথে কথা হয়েছে,সকাল থেকে তাকে ঘরে না পেয়ে এলাকায় মাইকিং করা হচ্ছিল এখন দেখি আমার নাতি এখানে মৃত পড়ে আছে, এটি মৃত্যু না হত্যা।আমি এই হত্যার বিচার চাই, পুলিশ তদন্ত করে দেখুন এটি হত্যা নাকি মৃত্যু”।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কিশোরী নিহত আলমিনা(১৪) মানসিক অসুস্থ ছিল।
স্থানীয় মেম্বার মোজাম্মেল হক, এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সখীপুর থানা অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম রিপন বলেন, ইতিমধ্যে সখীপুর থানার তদন্ত(এস আই) মনিরুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে তদন্ত (এস আই) মনিরুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে,লাশ পাওয়া গেছে, ময়নাতদন্তের পরই জানা যাবে মূলত এটি হত্যা নাকি মৃত্যু।
এদিকে স্থানীয় চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন বলেন,”মেয়েটি শুনেছি মানসিক প্রতিবন্ধী ছিল এবং চিকিৎসা চলছিল,ঘটনা জানা পর-ই প্রথমে আমি পুলিশকে অবহিত করি,পুলিশ এসেছে বাকি টা লাশের ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর রহস্য কি?
এদিকে স্থানীয় যুবলীগ নেতা মাহমুদুল হাসান জুয়েল ও ছাত্র লীগ নেতা মহসিন আহমেদ বলেন,মেয়েটি প্রাইমারি স্কুলের ছাত্রী ছিল এবং মেয়েটি কিছুটা মানসিক অসুস্থ ছিল।