খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজানে সা,ব,দ প্রগতি সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার (৬ মে) সন্ধ্যায় দূর্ঘাপুর খেলার মাঠে এ বৈশাখী শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় ০৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ শহীদুল ইসলাম রাজুর সভাপতিত্বে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন দুলাল এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর পৌর সভার নগর পিতা মেয়র জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনসার আলী আসিফ, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ হোসেন,সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আরিফ সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা যুবলীগ নেতা ও প্রথম শ্রেণির ঠিকাদার জাহিদ হাসান, সখীপুর শহর ছাত্র লীগের সভাপতি মোঃ রেজবী আহমেদ শান্ত, ওয়ার্ড মেম্বার মোঃ বাবুল হোসেন, মেহেদী হাসান,জসিম, আলমগীর,জন মেম্বার ও সা,ব,দ সংঘের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সফি,যুগ্ম আহ্বায়ক তানজীর আহমেদ শহিদ, সুজন,শাহীন, সুমন সরকার,আল আমিন সিকদার প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সহ বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের পক্ষে নৌকা মার্কায় ভোট প্রত্যাশা করে ও বর্তমান সরকারের উন্নয়ন আলোচনা করে বক্তব্য রাখেন।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষণ বাস্তবায়ন “গ্রাম হবে শহর” তার ধারাবাহিকতায় কাকড়াজানের প্রতিটি স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা ও রাস্তা ঘাটের সংস্কারসহ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল সখীপুর এর জাতীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপিকে সাথে নিয়ে নতুন আঙ্গিকে পুরো সখীপুর উপজেলার সকল উন্নয়ন মূলক কাজ সম্পূর্ণ করবেন বলে প্রতিশ্রুতি দেন নেতারা।
এদিকে বৈশাখী মেলার প্রথম দিনে উৎসব মুখর পরিবেশে নৃত্য/গান পরিবেশন করে সখীপুর বয়েজ অফ বাংলাদেশ খ্যাত শিল্পী হারুন কিশোর ও তার দল।
জানা যায়, এ বৈশাখী মেলা আরও ২ দিন থাকবে। একেক দিনের আয়োজনেও রয়েছে নানারকম ভিন্নতা।
কৃষকের ধান কাঁটা শেষে নবান্নের উৎসবে হাজারো জনতার ঢলে মেতে উঠেছে কাকড়াজানের দূর্ঘাপুর খেলার মাঠ। এ যেন এক কৃষকের ক্লান্তি শেষে স্বস্তির নিঃশ্বাস।