sliderস্থানীয়

সখীপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষক মীর আকবর হোসেন নিহত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মীর আকবর হোসেন (৬২) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কীর্ত্তন খোলা, গজারিয়া,কালিয়ান পাড়া (কেজিতে) উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার কীর্ত্তন খোলা চৌরাস্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

সখীপুর সিডষ্টোর সড়কের কীর্ত্তন খোলা চৌরাস্তা নামক স্থানে গরু বহনকারী একটি ট্রাক মীর আকবর হোসেন কে পিছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শামীমা আক্তার বলেন,হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে ।

এদিকে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন এ সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন,তার পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button