sliderস্থানীয়

সখীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে সখীপুর উপজেলা হল রুমে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
এছাড়াও অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ঝিল্লুর রহমান আনম, সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম রিপন,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ,সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাত লতিফ,সখীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আঃ লতিফ মিয়া,প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণসহ বিভিন্ন স্কুল কলেজ,মাদ্রাসার অধ্যক্ষ,সুপার ও প্রধানগণ,বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক,প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীসহ বিজয়ীদেরকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button