
খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নে আসলাম মিয়া নামের এক কৃষকের ১শ কলার কাঁদি (ছরি) কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। অধিকাংশ কলার কাঁদি (ছরি) মাঝে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
কৃষক আসলাম মিয়া গজারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আতিয়া পাড়া গ্রামের শহর মিয়ার ছেলে।
শুক্রবার (১৮ আগস্ট) গভীর রাতে উপজেলা গজারিয়া ইউনিয়নের আতিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আসলাম মিয়া বলেন, ২৫ শতাংশ জমিতে তিনি ৫০০শ কলাগাছ লাগান। প্রায় প্রতিটি গাছেই কলা ধরেছে। তিনি ব্যবসায়ীদের কাছে বাগানটি তিনি বিক্রি করেছেন। ইতোমধ্যে তাদের কাছ থেকে কিছু টাকাও নেয়া হয়েছে। এর মধ্যে ১শ টি কাঁদি (ছরি) কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, আমার কোন শত্রু নেই। আমি পরের বাড়িতে কাজ করে সেই টাকা দিয়ে কলা চাষ করেছি। কে আমার এই সর্বনাশ করল, আমি সকলের কাছে বিচার চাই।
গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, আসলাম মিয়া অনেক পরিশ্রমের মাধ্যমে এ বাগানটি করেছে। একটি সন্তানের মত যত্ন করে বড় তরে তুলেছেন। যারা এ কাজ করেছেন, তারা দেশ ও সমাজের শত্রু। এ ধরনের কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।