
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৪ জুন) দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল সখীপুর এর জাতীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ভবন উদ্বোধন করেন তিনি।
এসময় বিদ্যালয় পরিচলনা পর্ষদের সভাপতি মাহমুদা হাবীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,প্রিন্সিপাল আলীম মাহমুদ,উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান আনম,বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, প্রধান শিক্ষক তুলা মিয়াসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান শিক্ষক তুলা মিয়া বলেন, নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্তের সূচনা হল। মফস্বল এলাকায় উন্নতমানের শ্রেণি কক্ষ, ওয়াশরুম, বাথরুমসহ নানা সুবিধা সম্পন্ন একাডেমিক ভবন হওয়া শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে বর্তমান সরকার এ বিদ্যালয়ে করে দিয়েছেন।
এদিকে নানা সুবিধা সম্পন্ন উন্নতমানের একাডেমিক ভবন পেয়ে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জোয়াহেরুল ইসলাম বলেন, এই ভবন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন। এজন্য সবাইকে আওয়ামী লীগ তথা নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে বলেন তিনি।