
খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘোড় দৌড় দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের পল্টন পাড় এলাকায় এ প্রতিযোগিতায় বিপুল সংখ্যক নারী-পুরুষের মিলন মেলায় পরিণত হয়।
উপজেলার কীর্তনখোলা গ্রামবাসীর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৮টি ঘোড়া ছয়টি দলে অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে টাঙ্গাইলের সখীপুর ও ময়মনসিংহের ভালুকা উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলার প্রায় ২০ হাজার দর্শনার্থী সমবেত হয়।
ঘোড়দৌড়ে দাপট ১ নম্বর দলে প্রথম স্থান অধিকার করেন সখীপুর উপজেলার আবুল হোসেন, দ্বিতীয় হয়েছেন একই উপজেলার ইছাদিঘী গ্রামের রাজু সাংবাদিক, তৃতীয় হয়েছেন উপজেলার কালিদাস গ্রামের আলামিন।
দাপট ২ নম্বর দলে প্রথম হয়েছেন উপজেলার বহুরিয়া গ্রামের সিয়াম আহমেদ, দ্বিতীয় হয়েছেন মধুপুর উপজেলার সুমন মিয়া, তৃতীয় হয়েছেন ভালুকা উপজেলার লাল মিয়া।
দাপট ৩ নম্বর দলে প্রথম হয়েছেন ঘাটাইল উপজেলার মোমতাজ আলী, দ্বিতীয় হয়েছে ভালুকা উপজেলার শেখ লাভলু, তৃতীয় হয়েছেন উপজেলার ছোট পাথরপুর গ্রামের মজিবর রহমান।
কদম ঘোড়দৌড়ে ১ নম্বর দলে প্রথম হয়েছেন সিরাজগঞ্জের জুয়েল রানা, উপজেলার বহুরিয়া গ্রামের আবুল হোসেন, তৃতীয় হয়েছেন একই গ্রামের আজিজুল ইসলাম।
২ নম্বর দলে প্রথম হয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার জাবেদ আলী, দ্বিতীয় হয়েছেন উপজেলার বহুরিয়া গ্রামের আবুল হোসেন ও গাজীপুরের শাহ জামাল।
৩ নম্বর দলে প্রথম হয়েছেন ঘাটাইল উপজেলার জয়নাল আবেদীন, দ্বিতীয় হয়েছেন গাজীপুরের মাস্টার বাড়ি এলাকার নিলু আহমেদ ও তৃতীয় হয়েছেন ইছাদিঘী গ্রামের সরাফত আলী।
অধ্যক্ষ আলীম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানার ওসি রেজাউল করিম রিপন, ডা. জাকিয়া ইসলাম জোতি, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান এড. আনোয়ার হোসেন, আয়োজক কমিটির আহ্বায়ক লুৎফর ভেন্ডার প্রমুখ।