
সখীপর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে শফিক সিকদারের তিন মেয়ে মোসাম্মৎ সুমাইয়া ইসলাম, সাদিয়া ইসলাম ও রাদিয়া ইসলাম একসাথে এসএসসি পরীক্ষা-২০২৩-এ অংশ গ্রহণ করেছেন।
জানা যায়, সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শফিক শিকদারের তিন মেয়ে। তারা এবার একসাথে সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখায় এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। বাবা হিসেবে শফিক শিকদার তিনো মেয়ের সাফল্যের জন্য সকলের দোয়া চেয়েছেন।
শফিক শিকদার জানান, তার তিনো মেয়ে অত্যন্ত মেধাবি। নির্বাচনী পরীক্ষার ফলাফলে তিন বোনেই A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ইতোপূর্বে ২০২০ সালের জেএসসি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি লাভ করে।
শফিক শিকদার আশাবাদি, তার তিন মেয়ে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পারলে ফলাফল সন্তোষজনক হবে ইনশাআল্লাহ। তার স্ত্রী মেয়েদের পড়ালেখার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এ সময় তিনি সকল পরীক্ষার্থীর জন্য দোয়া ও সুস্বাস্থ্য কামনা করেছেন।