খাঁন আহম্মেদ হৃদয় পাশা,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) সকাল ১০টায় টাঙ্গাইল জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এতে সখীপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার (কাপ পিরিচ), অধ্যক্ষ সাঈদ আজাদ (আনারস),সাবেক পৌর মেয়র ও সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মো.সানোয়ার হোসেন সজীব (গামছা), অধ্যাপক রফিক-ই-রাসেল (হেলিকপ্টার), আলমগীর হোসেন চাঁন (মোটরসাইকেল) ও মো.ফারুক হোসেন (ঘোড়া ) প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল (উড়োজাহাজ), পীরজাদা আয়নাল হক (টিউবওয়েল), শিবলী সাদিক (চশমা) ও জয়নাল আবেদীন (তালা) প্রতীক পেয়েছেন।
এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার (প্রজাপতি),আখি আতাউর (ফুটবল), রওশন আরা রিতা (কলসি ) ও মেহেরিন খাদিজা লতা (হাঁস) প্রতীক পেয়েছেন।
উল্লেখ,আগামী ৫জুন এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ২৭৫জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৩২১ জন এবং নারী ভোটার রয়েছে ৯৫ হাজার ৯৫৪জন।