খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আসন্ন টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে অধ্যাপক রফিক-ই-রাসেল চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষনা করেছেন। বুধবার(২৪জানুয়ারি) বিকালে সখীপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অধ্যাপক রফিক-ই-রাসেল তাঁর প্রার্থীতা ঘোষনা করেন।
এসময় তাঁর সহধর্মিনী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপতালের সহযোগী অধ্যাপক ডা.শাহনাজ বেগম নাজ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সখীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম,সাধারন সম্পাদক এম এ লতিফ মিয়া সহ ইউনিটির প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রফিক-ই-রাসেল প্রায় ৪যুগ রাজনৈতিক জীবনে টাঙ্গাইল জেলা আ.লীগ উপদেষ্টা,শেখ হাসিনা চেতনা বিকাশ ও গবেষনা পরিষদ সখীপুর, টাঙ্গাইল এর মহাসচিব,সখীপুর উপজেলা আ.লীগ এর সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সম্পাদক,তিন বারের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক,উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক,ভারপ্রাপ্ত আহবায়ক,সখীপুর উপজেলা ছাত্রলীগ এর তিনবারের সাবেক সাধারন সম্পাদক। সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে বিজয়ের ব্যাপারে অধ্যাপক রফিক-ই-রাসেল শতভাগ আশাবাদী। তিনি বিজয়ী হলে সখীপুর উপজেলাকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাদকমুক্ত,সন্ত্রাস,চাঁদাবাজিমুক্ত আধুনিক স্মার্ট উপজেলা বিনির্মানে সর্বাত্তক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে জানান তিনি।