sliderস্থানীয়

সখীপুরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার দুই

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র‍্যাব-১৪। শনিবার (২০ এপ্রিল) উপজেলার কাকড়াজান ইউনিয়নের শেখ হাসিনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল সিকদার’কে ৮৭ পিস ইয়াবাসহ তার দোকান থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়,আমিনুল সিকদার কাকড়াজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত সামাদ সিকদার এর ছেলে।
স্থানীয়দের মতে,আমিনুল সিকদার ইতিমধ্যে ধর্ষণ মামলায় জেল হাজতে ছিল ও বর্তমানে একাধিক মামলায় অভিযুক্ত আসামী সে।

একই দিনে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল এলাকার আজম আলীর ছেলে মোহাম্মদ মীর আলীকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক কারবারিকে রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button