
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে বলড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৫ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় বলড়া মুন্নু বিদ্যানিকেতনের মাঠ প্রাঙ্গণে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বলড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রেজাউল মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করীমের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদ,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পেয়ারা ও সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন),হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ ইসলাম কাওসার রানা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত জানান,সকল ভেদাভেদ ভূলে দলমত নির্বিশেষে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান।
তিনি আরো জানান,আমাদের ঐক্যর কোন বিকল্প নেই।
প্রবাসী বাংলাদেশিদেরও এ বছর ভোট দেওয়ার সুযোগ রয়েছে।




