sliderমতামতশিরোনাম

‘সংশোধন নয়, নতুন সংবিধান প্রণয়ন করতে হবে’

বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষক রিফাত হাসান বলেছেন, পবিত্র কিতাব হিসেবে নয়, গণঅভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ইচ্ছার অংশ এবং রাষ্ট্রের মালিক হতে পারার রাজনৈতিক দলিল হিসেবেই নতুন সংবিধান দরকার। নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্রগঠনে আমাদের যে সামাজিক চুক্তি, তা স্পষ্ট করতে হবে। কাজেই সংশোধন নয়, নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে নতুন সংবিধান ও ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশের নয়া গঠন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (ঝঅউ)- নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, ব্যাংকার, শ্রমজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনার পর উপস্থিত অংশগ্রহণকারীরা তাদের মতামত ও প্রশ্ন উত্থাপন করেন। সেখানে রিফাত হাসান সেসব প্রশ্নের উত্তর দেন। এতে উপস্থিত নাগরিক সমাজ রাষ্ট্র ও অর্থনীতির পুনর্গঠন সম্পর্কে তাদের মূল্যবান দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। আয়োজক সংগঠন স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (ঝঅউ) এই ধরনের অন্তর্ভুক্তিমূলক আলোচনা সমাজের উন্নয়ন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button