
পাকিস্তানের করাচী শহরে লোকজনের চলাফেরা সীমিত করতে পুলিশ শিপিং কন্টেইনার বসিয়ে কয়েকটি এলাকা বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের জন্য এই এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হয়েছে।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এই খবর নিশ্চিত করে বলেছেন, “আমরা এই এলাকাগুলিতে ভাইরাস পরীক্ষা জোরদার করছি।“
সরকারের জারি করা বিধিনিষেধ ভঙ্গ করে লোকজন বাজার-ঘাটে জড়ো হচ্ছেন এবং করোনাভাইরাস মোকাবেলায় যে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ রয়েছে তা একেবারেই মানছেন না।
লাহোর এবং মুলতানসহ পাকিস্তানের অন্য বড় শহরেও এই সমস্যা দেখা যাচ্ছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানে এপর্যন্ত ৫ হাজার মানুষ সংক্রমিত হয়েছে। মৃত্যু ঘটেছে ৯০ জনের। বিবিসি।