sliderস্থানীয়

ষড়যন্ত্র করে বিএনপিকে নির্বাচনে নেয়ার অপকৌশলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি:“রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় নেতা কর্মীদের একটি পক্ষের বলে ষড়যন্ত্রমূলক গুঞ্জন শুরু করেছেন এক প্রার্থী। ওই প্রার্থী দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপি কালো টাকার বিনিময়ে একজন প্রার্থীকে সমর্থন দেয়ার অভিযোগ তুলেছেন। যা সম্পুর্ণ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন, সময় হলে এ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে।”

সোমবার(১৯ মে) সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি নির্বাচন নিয়ে দলীয় ভূমিকা অবহিতকরণ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক নাসিম আকন এসব কথা বলেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক ফরিদ তালুকদার,ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুৃখ উপস্থিত ছিলেন।

তালুকদার আবুল কালাম আজাদ বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের পক্ষে রাজাপুর উপজেলা বিএনপি। এ জন্যই আওয়ামীলীগের উপর ভর করে একজন প্রার্থী আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। যাতে করে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে রাগান্বিত হয়ে কোন প্রার্থীর পক্ষে মাঠে নামি। তাঁদের এ ষড়যন্ত্র কখনোই সফল হবে না। বর্তমান সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না, আমরাও কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মেনে কোন নির্বাচনে যাবো না। বিএনপির সমর্থক, কর্মী, নেতৃবৃন্দ এবং জনসাধারণকে ভোট দিতে নিরুতসাহিত করি। ষড়যন্ত্র করে কখনোই সফল হবে না। এষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button